বনকন্যা সিজিন ২
এর আগে ইন্টারনেট জগতে বাংলাদেশের(?গল্পের ভাষা পড়ে তাই মনে হয়েছে) অহর আরসালান ইংরেজী থেকে বাংলায় বনকন্য সিজিন ১ অনুবাদ করেছেন। কিন্ত দুর্ভাগ্যবশতঃ এরপর অনেকদিন কেটে গেলেও তিনি এর দ্বিতীয় সিজিন অনুবাদ করেননি। কেন জানি না। যাই হোক, ইন্টারনেট থেকে এই কমিকসটি পেয়ে মাত্র তিনদিনে বাংলায় অনুবাদ করলাম। অহর আরসালানের মত অত ভালো ও বিভিন্ন ফন্টের সাহায্যে এটা সাজাতে পারিনি। যতটুকি না করলেই নয়, ততটুকুই করেছি। যদি ভালো লাগে ও উৎসাহ দেন, তো, বনকন্যা পুরোটাই অনুবাদ করে প্রকাশ করব।
3rd June, 2023 7:51 PM
Episodes